হাসপাতালের বকেয়া বিলের কারণে বাড়ি যেতে পারছে না সুস্থ নুহা-নাবা
আটটি সফল অস্ত্রোপচারের পর বর্তমানে ৩২ মাস বয়সী দুই যমজ শিশু নুহা ও নাবার মেরুদণ্ড এবং শরীর আলাদা হয়েছে এবং তারা হাঁটতে ও খেলতে পারছে। ছবি: সংগৃহীত
৩২ মাস বয়সী মেরুদণ্ড জোড়া লাগা যমজ শিশু নুহা ও নাবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হয়ে সুস্থ জীবন ফিরে পেলেও, ২২ লাখ টাকার বকেয়া বিলের কারণে বাড়ি ফিরতে পারছে না।
২০২২ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া এই যমজ শিশুর আটটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জীবন নতুনভাবে শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছিল। তবে রাজনৈতিক পরিবর্তনের পর তাদের পরিবার আর্থিক সংকটে পড়েছে।
যমজদের বাবা আলমগীর রানা বলেন, "ডাক্তাররা বলেছেন, মেয়েরা এখন সুস্থ। তবে একটি অস্ত্রোপচার বাকি। কিন্তু হাসপাতালের বকেয়া পরিশোধ করতে না পারায় আমরা আটকে আছি।"
আলমগীর, একজন পরিবহন শ্রমিক, চিকিৎসার ব্যয় মেটাতে চাকরি হারানোর পাশাপাশি জমি বন্ধক রেখে ও ধার করে টাকা সংগ্রহ করেছেন। তবে এত বড় অঙ্কের বিল পরিশোধ তার পক্ষে সম্ভব নয়।
বিএসএমএমইউর প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহিনুল আলম জানিয়েছেন, সমস্যাটি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে।
নুহা ও নাবার চিকিৎসার সফল সমাপ্তি সারা দেশকে আশাবাদী করলেও, তাদের পরিবারের জন্য অর্থনৈতিক সহায়তা এখন এক জরুরি বিষয়।