দুই শিশুকে ধরে নিয়ে গিয়েছিল বিএসএফ!
হাকিমপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশি দুই শিশু শিক্ষার্থীকে ধরে নিয়ে গিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রায় ৫ ঘণ্টা পর বিকাল পৌনে পাঁচটার দিকে তাদের ফেরত দিয়েছে।
ধরে নিয়ে যাওয়ার শিকার দুই শিক্ষার্থী হলো, দিনাজপুরের হাকিমপুরের আলীহাট ইউনিয়নের আরমান আলীর ছেলে রিফাত হোসেন (১০) এবং আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন (৮)। তারা দুজনেই আলীহাট গাজি আমিনীয়া মাদ্রাসার ছাত্র। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে সীমান্তে ২৮৫/১০ এস পিলার-সংলগ্ন এলাকা থেকে তাদের নিয়ে যায় বিএসএফ।
জানা গেছে, সকালের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিয়ে সীমান্তের দিকে ঘুরতে যায় ওই দুই শিশু শিক্ষার্থী। এ সময় পথ ভুলে সীমান্তের ২৮০/১০ এস পিলার অতিক্রম করে ভারতীয় এলাকায় প্রবেশ করে বিএসএফের হাতে আটকা পড়ে। খবর পেয়ে দুই শিক্ষার্থীকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ২০ ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের সদস্যরা।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আলম জানান, আবেদনে সাড়া দিয়ে পতাকা বৈঠকে বিকাল পৌনে ৫টার দিকে বাংলাদেশি দুই শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ।
/এএন