টাঙ্গাইল-৭ উপনির্বাচন: বিশাল ভোটে জিতলেন নৌকার শুভ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে উপনির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (জাপা) প্রার্থী জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ১৬ হাজার ৭৭৩ ভোট।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এ ছাড়া বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ি প্রতীকে পান ১ হাজার ৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ডাব প্রতীকে ৪৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু মোটরগাড়ি প্রতীকে পান ২ হাজার ৪৩৬ ভোট।
এ আসনের নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনে ৩৬ দশমিক ৬৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭৫১টি।
এফএস/এসপি