কুষ্টিয়ায় ফিটনেসবিহীন অবৈধ ড্রামট্রাক ধরতে জেলা প্রশাসনের অভিযান
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস মোড়ে ফিটনেসবিহীন অবৈধ ড্রামট্রাক ধরতে অভিযান শুরু করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন৷ অভিযানের প্রথম দিনে আটক করা হয় ফিটনেসবিহীন ৬টি ড্রাম ট্রাক৷ শহর যানজট মুক্ত রাখার জন্য আটক ড্রাম ট্রাকগুলো শহরের এম. আর. এস তেলপাম্পে এনে রাখা হয়৷
রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু করে প্রায় ২ ঘণ্টার বেশি সময় জেলা প্রশাসনের এই অভিযান পরিচালনা করা হয় ৷
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হোসেন৷ এ সময় ফিটনেসবিহীন ৬টি ড্রাম ট্রাক আটক করা হয় এবং আটককৃত ৬টির মধ্যে ৫টিকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের জেল ধার্য করা হয়৷
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হোসেন বলেন, 'আজ থেকে প্রতিদিন নিয়মিত জেলা প্রশাসনের মাধ্যমে কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুর রহমানের নির্দেশে সড়কে মৃত্যুর মিছিল ও শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে৷'
আটককৃত ড্রাম ট্রাকগুলোকে মালিকেরা এসে জরিমানার টাকা পরিশোধ করে তাদের জিম্মায় নিয়ে যায়৷
/এএন