এবার করোনায় আক্রান্ত রাজশাহীর ডিসি
সিটির মেয়র এবং দুই সাংসদের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) আরটি-পিসিআর ল্যাবে রবিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৮ থেকে ২০ জানুয়ারি ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন। সেই সম্মেলনে যোগ দেওয়ার জন্য রবিবার করোনার পরীক্ষা করেন জেলা প্রশাসক। সকালে নমুনা দেওয়ার পর তিনি অফিসেই ছিলেন। তবে নমুনা পরীক্ষার পর বিকালে তার রিপোর্ট পজিটিভ হয়। এর পরই তিনি অফিস থেকে সরকারি বাসায় চলে যান।
কল্যাণ চৌধুরী জানান, জেলা প্রশাসক শারীরীকভাবে ভালো আছেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় তার জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়া হচ্ছে না।
উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন এবং রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকও করোনা পজিটিভ। তারা বর্তমানে ঢাকায় আছেন।
এসএসকে/এসপি