জনসন্তুষ্টি অর্জন করেছে রাজশাহী সাইবার ক্রাইম ইউনিট: আরএমপি কমিশনার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট জনসন্তুষ্টি অর্জন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। রবিবার (১৬ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে সাইবার ক্রাইম ইউনিটের নতুন ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির নির্মাণাধীন নতুন সদর দপ্তরে এর উদ্বোধন করা হয়।
পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রযুক্তি নির্ভর অপরাধ কমাতে এবং প্রযুক্তির মাধ্যমে অপরাধীকে গ্রেপ্তার করতে সাইবার ক্রাইম ইউনিট চালু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত এক বছরে সাইবার ক্রাইম ইউনিট ১ হাজার ৪০৫টি অভিযোগের মধ্যে ১ হাজার ৩৩৫টি অভিযোগ নিষ্পত্তি করেছে। সেই সঙ্গে নারীদের স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, ভুয়া ম্যাসেঞ্জারের মাধ্যমে পর্নো ছবি ও ভিডিও পাঠানোর মতো প্রায় ৩৬০টি অভিযোগ নিষ্পত্তি করেছে।
উদ্বোধনের সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সাইবার ক্রাইম ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। পরে তিনি কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে ৫০০ জন প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম নার্গিস আরা, সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, কাশিয়াডাঙ্গা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএসকে/এসপি/এএন