স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের গরু ও হাঁসের খামার
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে উঠেছে গরু ও হাঁসের খামার। হাসপাতালের ভিতরে খামার হওয়ায় সেখানে গরু ছাগলের বর্জ্য জমছে। ফলে সেখানে চিকিৎসা নিতে আসা মানুষসহ আশপাশের মানুষ পরিবেশ দূষণ হওয়ার অভিযোগ তুলেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান এ খামার গড়ে তুলেছেন। সরকারি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একজন সরকারি কর্মকর্তা এমন পরিবেশ সৃষ্টি করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গরু ও হাঁসের খামার গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলায় চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটবে বলে মনে করছে সচেতন মহল।
গরু ও হাঁসের খামার করার সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান বলেন, ‘আমি স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে আবাসিক এলাকায় খামার করতে পারবো না তা তো আইনে নেই। তাই গরু ও হাঁসের খামার করেছি।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘করোনার টিকা নিয়ে ব্যস্ত আছি। এখন কথা বলতে পারবো না।’
/এএন