নৌকা জিতবে, নারায়ণগঞ্জে শান্তি ফিরবে: শামীম ওসমান
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকা জিতবে, শান্তি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমান।
রোববার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার সময় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করেন।
শামীম ওসমান বলেন, ‘নৌকার পক্ষের শক্তি এবং স্বাধীনতার পক্ষের শক্তি যেভাবে কাজ করেছেন তার ফল পাওয়া যাবে। আমি আশা করব নৌকা বিপুল ভোটে জয়ী হবে এবং নারায়ণগঞ্জে শান্তি ফিরে আসবে। বড় কথা হলো নারায়ণগঞ্জের মানুষ ভোট দিতে পেরেছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এটাই বড় কথা।’
আপনি বলেছিলেন ১৬ তারিখে খেলা হবে-এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। নৌকা হেরে গেলে আইভী হারবে না, নৌকা হারবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নৌকার প্রার্থী হারবে না, যদি বলে কিছু নেই।’
শামীম ওসমান বলেন, ‘আমি নৌকার জন্য নির্বাচন করেছি। আমি শেখ হাসিনার সোলজার। যুদ্ধের ময়দানে সেনাপ্রধান যেভাবে নির্দেশ করবেন, সোলজার সেটাই করবেন। নেত্রী নির্দেশ দিয়েছেন আমি... এ জন্য যারা আমাকে কষ্ট দিয়েছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত করেন।’
তিনি বলেন, ‘কিছু মানুষ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, প্রার্থী না প্রতীক, প্রতীক নাকি প্রার্থী? কাকে হারাবো? এ রকম একটা ব্যাপার-সেপার ছিল। কিন্তু আমরা যারা তিন পুরুষ থেকে নারায়ণগঞ্জে আছি। একই মায়ের তিন সন্তান এমপি হয়েছি। আমরা বলেছি, নারাণয়গঞ্জে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারা দেখেছেন নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হয়েছে। জনগণও সন্তুষ্ট তারা তাদের ভোট দিতে পেরেছে।’
শেষ হওয়ার ২০ মিনিট আগে ভোট দেন শামীম ওসমান। ৩টা ২৯মিনিটে রিকশায় চড়ে আদর্শ স্কুল কেন্দ্রে উপস্থিত হন তিনি। ভোটার পরিচয় যাচাইয়ের পর গোপন কক্ষে গিয়ে বেশ সময় নিয়ে ভোট দেন। ভোট দিয়ে এসে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন ‘কবুল’ বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।’
এপি/এসএ/