ময়মনসিংহ থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিত
গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার দাবিতে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধের ঘোষণা স্থগিত করা হয়েছে।
রবিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান।
তিনি জানান, যোগাযোগ সচিবের অনুরোধ ও আশ্বাসের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার মহোদয়, ময়মনসিংহ কর্তৃক আগামী বুধবার (২৬ জানুয়ারি) আলোচনা আহ্বানের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হলো। যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শেষ করার দাবিতে ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ ঘোষণা করেন ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (১৬ জানুয়ারী) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ ছিল।
এমএকে/এসআইএইচ