বরিশালে অমিক্রন রোধে মাস্ক বিতরণ
দেশে চলমান করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন প্রতিরোধে বরিশাল নগরীতে জনসাধারণের মাঝে কোনো স্বাস্থ্য সচেতনতার লক্ষণ নেই। তাই জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং মাস্ক বিতরণ করতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার (১৬ জানুয়ারি) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মৈত্রী ভলান্টিয়ার্স বরিশালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের সদস্য কাজী এনায়েত সোহেন শিবলু, সাইদুর রহমান, নওরোজ কবির ও নজরুল ইসলাম বিভিন্ন মানুষকে করানোর সচেতনতামূলক বার্তা দেন।
আজ সকালে কাপড়ের ১ হাজার এবং টিসু কাপড়ের ৪ হাজার মাক্স নগরীর রিকশাচালক, অটো ড্রাইভার, যাত্রী ও পথচারীদের মাঝে বিতরণ করেন। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এর আগে গতকাল বরিশাল নগরীর চকবাজারে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বিভিন্ন শপিংমল, রেস্তোরাঁয় অভিযান, সচেতনমূলক বার্তা ও মাস্ক বিতরণ করেন।
উল্লেখ্য, এর আগে গত প্রথম ও দ্বিতীয় ধাপের সংক্রমণের সময় বরিশাল নগরীর বিভিন্ন জনসাধারণের মাঝে প্রায় ৮ লাখ টাকার করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসঅ/এসআইএইচ