সাতক্ষীরার কাশিয়াডাঙ্গায় রাস্তার পাশে কৃষকের মরদেহ

সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশ থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আক্কাস মোড়লের ছেলে আরিজুল মোড়ল(৫৫)।
তার ভাতিজা কাজল জানায়, সোমবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে পাশের বাড়ি থেকে খেয়ে ফিরছিল তার কাকা। তবে সে আর বাড়ি ফেরেনি। পরে মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে আরিজুলের মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্ত মাখা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মোটিভ উদ্ধারের চেষ্টা চলছে।
জিএফ/এসআইএইচ
