মানিকগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামেশ্বর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর দুটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নৌকা প্রতীক প্রার্থী ইদ্রিস আলীর অভিযোগ, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী ধামেশ্বর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাবেক সভাপতি আব্দুল মজিদ ও ধামেশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক উপদেষ্টা তারেক হাসান গং সমন্বয়ে দুটি ক্যাম্পে এই অগ্নিসংযোগ করেছে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান ও থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন।
এ বিষয়ে নৌকার মনোনীত প্রার্থী ইদ্রিস আলী বলেন, ‘নৌকাকে হারাতেই দলীয় বিদ্রোহী দুই প্রার্থী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার কর্মীদের ভয়-ভীতি দেখাচ্ছে, ভোটারদের আগ্রহ নষ্ট করছে। সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছে।’ এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মাঝে তৈরি হয়েছে সংশয়। থমকে গেছে নির্বাচনী উৎসব। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এখন পর্যন্ত এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর এবং দৌলতপুর উপজেলার মোট ২১টি ইউনিয়নে আগামী ৫ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এএন