সাগরে বিকল নৌ যান থেকে শতাধিক পর্যটক উদ্ধার
বঙ্গোপসাগরে বিকল হওয়া নৌ যান থেকে শতাধিক পর্যটককে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে তারা এ উদ্ধারকাজ চালায়।
চট্টগ্রামের আনোয়ারার কাছে পারকি সৈকতে ভাসমান অবস্থায় ছিল জাহাজটি। চট্টগ্রাম কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি ইঞ্জিনচালিত নৌ যানে করে নারী-শিশুসহ ১০০ জন পর্যটক গত ৩১ ডিসেম্বর সাগরপথে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপে বেড়াতে যায়। সেখানে একদিন অবস্থানের পর তারা শনিবার পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। মাঝ পথে তাদের নৌ যান বিকল হয়ে পড়ে তলা ফুটো হয়ে পানি ঢুকতে থাকে।
দুপুর সাড়ে বারোটার দিকে জাহিদুল ইসলাম নামে এক পর্যটক ৯৯৯ নম্বরে ফোন করে তাদের বিপদের কথা জানান। জানা যায়, তারা চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতের কাছাকাছি আছেন। ফোনের অপর প্রান্ত থেকে তখন নারী ও শিশুদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।
পরে জাহিদুল ইসলামের সঙ্গে কোস্টগার্ড কথা বলে ওই নৌ যানের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। এরপর অভিযান চালিয়ে বিকল হওয়া নৌ যান থেকে নারী ও শিশুসহ শতাধিক পর্যটককে উদ্ধার করে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছে দেওয়া হয়।
আইকে/এএন