নতুন বই পেল রাজশাহীর পাঁচ লাখ শিক্ষার্থী
বছরের প্রথম দিনই রাজশাহীর পাঁচ লাখের বেশি শিক্ষার্থী নতুন বই পেয়েছে। শনিবার স্কুলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন ক্লাসে উঠে নতুন বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন বলেন, ‘আমরা সব শ্রেণির শতভাগ বই পেয়েছিলাম। স্বাস্থ্যবিধি মেনে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করেছি। এরপর অন্য তিন শ্রেণির শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে। তবে প্রাক-প্রাথমিকের বাচ্চাদের বইগুলো এখনও পাইনি। সেগুলোও দ্রুত পেয়ে যাব বলে আশা করছি।’
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ৬১২ জন, মাধ্যমিকের ১ লাখ ৮৬ হাজার জন এবং প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীর সংখ্যা ৪৭ হাজার ৯০৬ জন। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের বই একটি করে। প্রাথমিক পর্যায়ে জেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯৪৫টি। মাধ্যমিক পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৫৪৭টি। প্রাথমিকে বইয়ের চাহিদা ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি। মাধ্যমিকের চাহিদা ৪৮ লাখ ৭১ হাজারটি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘চাহিদার বিপরীতে আমরা ১১ লাখ ৯০ হাজার বই পেয়েছিলাম। সব বই স্কুলে স্কুলে পাঠিয়ে বছরের প্রথম দিনই বিতরণ করা হয়েছে। সামান্য কিছু বই বিতরণে বাকি আছে। সেগুলোও দ্রুত করা হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, তারা চাহিদার বিপরীতে কিছু কম বই পেয়েছিলেন। যা পেয়েছিলেন তার সবই বিতরণ করা হয়েছে। এবারও করোনার কারণে অনুষ্ঠান না করে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। বাকি থাকা বইগুলোও দ্রুত আসবে। তখন এগুলোও দ্রুত স্কুলে স্কুলে পাঠিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
এসএসকে/এএন