কুড়িগ্রামে বকনা পেলো ৩১৫ হতদরিদ্র পরিবার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বকনা গরু পেলো কচাকাটা ও ভিতরবন্দ ইউনিয়নের ৩১৫টি হতদরিদ্র পরিবার। বৃহস্পতিবার বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী হাট বসিয়ে সেখান থেকে গরু কিনে তাদের এ সহায়তা দেয় পল্লী উন্নয়ন একাডেমী নামে একটি সংগঠন।
কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর দেওয়া এ গরু সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী প্রমুখ।
পল্লী উন্নয়ন একাডেমী সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার ১ পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষণে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরও ৫০০ টাকা করে দেওয়া হবে।
/এএন