সোমবার, ৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

চট্টগ্রামে হাফ ভাড়ার লাঞ্ছনায় শিক্ষার্থীরা

চট্টগ্রামে হাফ ভাড়া চালু হলো মাত্র কদিন আগে। এরমধ্যে শুরু হয়ে গেছে শিক্ষার্থীদের লাঞ্ছনা আর বঞ্চনা। চালক-হেলপার আগে শিক্ষার্থী দেখলে যেখানে টেনে গাড়িতে তুলত সেখানে স্কুল পরিহিত শিক্ষার্থী দেখলে এখন ভোঁ দৌড়, সঙ্গে থাকে গালি-গালাজ। কোনো শিক্ষার্থী কোনোক্রমে বাসে উঠে পড়লে হাফ ভাড়া নিয়ে শুরু হয় নানা গঞ্জনা।

চট্টগ্রাম মহানগরীর কয়েকটি রুটে এমন লাঞ্ছনা আর বঞ্চনার গল্প শুনাল কয়েকজন শিক্ষার্থী। চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রবিউল হোসেন। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর বহদ্দারহাট থেকে ১০নং রুটের বাসে উঠে সে। স্কুলের সামনে পর্যন্ত মাত্র দুই কিলোমিটারের মাথায় তাকে ভাড়া দিতে হয় ১০ টাকা।

রবিউলের ভাষ্য, গত ১১ ডিসেম্বর থেকে চট্টগ্রাম মহানগরীর বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালুর নির্দেশনা থাকলেও তা কার্যকর হয়নি। বরং অতিরিক্ত ভাড়া আদায় করছে হেলপাররা। রবিউলের মতো বাসের অন্য যাত্রীদের দাবি, ভাড়া ২৭ শতাংশ বাড়ালেও আগের সম্পূর্ণ ভাড়ার উপর নাসিরাবাদ-জিইসির মোড় পর্যন্ত ভাড়া দাঁড়ায় ৬ টাকার মতো। কিন্তু আদায় করা হচ্ছে ১০ টাকা।

রবিউল বলেন, ‘ছাত্র হিসেবে আমি শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। চালকও দুর্ব্যবহার করেন। এরপর লজ্জায় হাফ ভাড়া নয়, বাড়তি ভাড়ার চেয়েও দাবি করা অতিরিক্ত ভাড়া দিয়ে নেমে যাই।’

নগরীর লালখানবাজার মোড়ে কলেজে যেতে বাসের অপেক্ষায় ছিলেন সরকারি সিটি কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান। তিনি বলেন, ‘বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে কলেজে যাওয়ার সময় বাসের হেলপারকে আইডি কার্ড দেখানোর পরও তিনি হাফ ভাড়া নেননি। এ নিয়ে হেলপারের সঙ্গে আমার বেশ কিছু সময় কথা কাটাকাটি হয়। এরপর থেকে লজ্জায় হেলপারের দাবি করা ভাড়া দিয়ে আসছি।’

কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী মমিনুল ইসলাম বলেন, ‘বাসে আইডি কার্ড দেখিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার গালাগাল শুরু করেন। পরে লজ্জায় পুরো ভাড়া দিই। আমার সঙ্গে থাকা বন্ধুরাও ভয়ে পুরো ভাড়া দিয়ে দেয়।’

শিক্ষার্থীদের দাবি, এক জায়গায় কয়েকজন স্কুলছাত্র দেখলে দ্রুতগতিতে বাস চালিয়ে চলে যাচ্ছেন চালকরা। আবার বাসে উঠে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেও হাফ ভাড়া নিতে চাচ্ছেন না হেলপাররা। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটছে।

হাফভাড়া না নেওয়ার কারণ জানতে চাইলে বহদ্দারহাটগামী ১০নং রুটের একটি বাসের চালক ইসমাইল হোসেন বলেন, ‘হাফ ভাড়ার বিষয়ে মালিকপক্ষ আমাদের কিছুই বলেননি। তাহলে আমরা কেন শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিব?’ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন করে চট্টগ্রামসহ সারাদেশে ১১ তারিখ থেকে শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছি। এরপর হাফ ভাড়া না নেওয়া সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ এলে আমরা ব্যবস্থা নিব।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চট্টগ্রাম বাস ডিপো ম্যানেজার আবদুল লতিফ বলেন, ‘সারাদেশে বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আছে। বিআরটিসির কোনো বাসে হাফ ভাড়া না নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।’

আইকে/এএন

Header Ad
Header Ad

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি

ছবি: সংগৃহীত

ইরান তার নিরাপত্তা সতর্কতার স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিশ্চিত করেছেন, দেশটির সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

এক বিবৃতিতে, পরিস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়ে ‘বহিরাগত হুমকির’ সম্ভাব্য পরিণতি সম্পর্কেও সতর্ক করেছেন খামেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুমকির পাশাপাশি ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের মতো নিজের প্রতিবেশী দেশগুলোর প্রতিও সরাসরি সতর্কবার্তা জারি করেছে ইরান।

তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, আকাশসীমা বা আঞ্চলিক ক্ষেত্র ব্যবহারসহ ইরানের মাটিতে আক্রমণ শুরু করতে যুক্তরাষ্ট্রকে যেকোনো সহায়তা দেয়া হলে তা একটি ‘শত্রুতাপূর্ণ কাজ’ হিসেবে বিবেচিত হবে এবং সেই দেশগুলোকে ‘আক্রমণের তালিকায়’ রাখবে ইরান।

অঞ্চলটিতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এমন বার্তা দিলো তেহরান, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো সংঘাতে প্রতিবেশী রাষ্ট্রগুলির ভূ-রাজনৈতিক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

Header Ad
Header Ad

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক।

সোমবার (৭ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য খালিদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া নিজের নামে ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবে ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়।

Header Ad
Header Ad

ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী

রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে।

আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড।

১০টি মিল্ক ভ্যানের আমদানি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করণের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজিস্টিক।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করলে দ্রুত খালাসে সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১১টি মাইন প্রটেকটেড ভেহিকেল আমদানি করেছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সতর্কতার মাত্রা বাড়াল ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রকাশ্য হুমকি
সাবেক নৌপ্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা
ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করছে সেনাবাহিনী
ফিলিস্তিনের পক্ষে মিছিল: ৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
গাজায় গণহত্যার প্রতিবাদ: পাঁচ জেলায় বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
ঈদের ছুটি শেষে দর্শনা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
নওগাঁয় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লাঠিপেটা না করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল
ইন্ডিয়ান আইডলের শিরোপা জিতলেন কলকাতার মানসী ঘোষ
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
নতুন শুল্ক প্রস্তাব স্থগিত করতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য চলাচলে সতর্কতা জারি
ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার নিন্দা জানালো কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা–১ জয় করলেন বাবর আলী
বৈশাখে যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন: উপদেষ্টা ফরিদা
ঢাকা-রংপুর ৪ লেন প্রকল্পে পলাশবাড়ীতে এক জমি দুইবার বিক্রি, গাইবান্ধা ডিসি অফিসের কর্মকর্তাদের যোগসাজশে ১৫ কোটি টাকার অধিক লুটপাটের চেষ্টা
ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের 'মুসলিম কর্মী' বরখাস্ত
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেনাপোল ও শার্শায় বিক্ষোভ মিছিল
গাজার কর্মসূচি নিয়ে হুমকি, চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা
নওগাঁয় নিজ বাড়ি থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার