মানিকগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত
মানিকগঞ্জে ডাকাত দলের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দলের সর্দার কাওসার হোসেন। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার সিংগাইর উপজেলার আলমমারা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৮ থেকে ১০ সদস্যের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল-এমন সংবাদের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি বিনিময় হয়। এ সময় এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয় এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
জানা গেছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম কাজ করছে।
এসআইএইচ