টাঙ্গাইলে ঝড়-বৃষ্টির অজুহাতে বিদ্যুতের লুকোচুরি খেলা!
টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। রমজান মাসে ভোগান্তি যেন আরও বেড়ে গেছে। আবার ঝড়-বৃষ্টি বা সামান্য বাতাসের অজুহাত দেখিয়ে ঘণ্টার পর ঘণ্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ।
বুধবার (২০ এপ্রিল) ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। এতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ।
বুধবার ভোরে বৃষ্টির সঙ্গে ধমকা বাতাসও হয়। যার কারণে ডালপালা কাটা, লাইন সংস্কারসহ নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে বিদুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। পৌর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকলেও চলে লুকোচুরি খেলা।
অন্যদিকে, শনিবার শনিরদশা। গ্রাহকদের হয় ভোগান্তি। এ জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছাচারীতাকে দায়ি করছেন গ্রাহকরা।
কলেজ শিক্ষার্থীরা জানান, বিদ্যুৎ না থাকায় জরুরি ফটো কপিও তারা করতে পারে না। সামান্য বাতাস বা বৃষ্টি হলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এতে জনজীবনে দুর্ভোগ চরমে।
কয়েড়া গ্রামের রাশেদ নামে একজন জানান, আকাশে মেঘ আর হালকা বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ। অফিসে ফোন দিলেই বলে লাইন ফল্ট, ডাল পড়ছে লাইনে।
এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, ভোরে ঝড়-বৃষ্টির কারণে উপজেলায় বিভিন্ন এলাকার বিদ্যুৎ লাইনে ক্রুটি দেখা দেওয়ায় সংস্কার করা হচ্ছে।
এমএসপি