ময়মনসিংহে হত্যা মামলার বাদীর খুনিদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ত্রিশালে দপ্তরী রফিকুল ইসলাম হত্যা মামলার বাদী আবুল কালামের খুনিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আবুল কালামের ভাতিজা মোহাম্মদ সোহাগ লিখিত বক্তব্যে অভিযুক্ত জিলানি, লাল মিয়া ও তোফাজ্জলকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগের হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জেরে আসামিরা সাক্ষীর চাচা আবুল কালামকে কুপিয়ে হত্যা করে। উপস্থিত ভুক্তভোগী পরিবারের চাওয়া অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে আবুল কালাম আজাদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে গত শুক্রবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এমএসপি