সাতক্ষীরায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ২
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দোহাখোলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে শেখ মখফিরুল্লাহ (৫৫) ও অজ্ঞাত এক নারী (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো-ব ১৫-১৫৯০) যাত্রীবাহী একটি বাস পাটকেলঘাটার মজুমদার পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় ইজিবাইকের চালকসহ অজ্ঞাত এক নারীকে উদ্ধার করে পাটকেলঘাটার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা। পরে তাদের দুইজনের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আহতদের উদ্ধার করেছে। তবে পুরো বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।
এসআইএইচ