বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের আরও দুই ভাই। মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরায় এ ঘটনা ঘটে।
নিহত রনি মোল্লা বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের সানাপুরা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে। অন্য আহতরা হলেন- একই গ্রামের তরিকুল ইসলাম তৌফিক (৩৫) ও শহিদুল ইসলাম সাহান (৩২)।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বলেন, ‘গতকাল রাতে পূর্ব শত্রুতার জের ধরে মামুন মেম্বার, তার ভাই সুমন ও কাওছার মৃধার নেতৃত্বে তাদের লোকজন আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আমাদের জখম করে।’
এ বিষয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ মোস্তফিজুর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আহতদের উদ্ধার করে
স্পিডবোডযোগে তাদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। সোহেল ও তৌকির সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, রনির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ (সার্কেল) সুদীপ্ত সরকার জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সংবাদ আমরা জানতে পেরেছি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে নিহত রনির স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ২১ মামলার আসামি হাতকাটা মামুন রনিকে কুপিয়ে হত্যা করেছে। এর সঠিক বিচার চাই।
এসআইএইচ