ময়মনসিংহে ও মানিকগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু
দুই জেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহর নান্দাইলে দুইজন ও মানিকগঞ্জের দৌলতপুরে একজন নিহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে আতশবাজির কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও একই গ্রামের আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নিহত দুই নারী ওই কারকানায় কাজ করতেন। ২০ এপ্রিল ভোররাতে ওই আতশবাজির কারখানায় গিয়ে কাজ করছিলেন ওই দুই নারী। এ সময় কারখানার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাত ও কেমিক্যাল সংমিশ্রণে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়।
অন্যদিকে মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ফিরোজা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার খলসী ইউনিয়নের রৌহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রৌহা গ্রামের আবুল হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী ফিরোজা বেগম। এদিন সকালে বৃষ্টির সময় নিজ জমিতে ভুট্টা ক্ষেত ঢাকতে যান তিনি। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ওখানেই অসুস্থ হয়ে পড়েন ফিরোজা বেগম। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করে খলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল হকে বলেন, ফিরোজা তার জমিতে বৃষ্টির সময় ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তার শরীরে বেশ কিছু অংশ জলসে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনার সময় রাস্তায় তার মৃত্যু হয়।
এসআইএইচ