সিরাজগঞ্জে পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের বেলকুচি থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ হারুন-অর-রশিদ (৩৭) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক হারুন বেলকুচি উপজেলার বয়রা মাছুম (বর্তমান নাকফাটা পশ্চিমপাড়া) গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।
বুধবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা বেলকুচির রান্ধুনীবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় নাকফাটা পশ্চিমপাড়া এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। পরবর্তীতে আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সকালে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআইএইচ