বেনাপোল সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২০ এপ্রিল) ভোরে সোনাসহ তাকে আটক করা হয়।
আটক মনিরুল বেনাপোল পোর্ট থানার পুটখালীর উত্তর পাড়ার নুর মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায় যে সোনা পাচারকারীর একটি চক্র বড় চালান নিয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে ইছামতি নদীর পাড়ে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।
সীমান্ত রক্ষাকারী বাহিনীটি আরও জানায়, আটক মনিরুল র্দীর্ঘদিন ধরে চোরচালানের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর রহমান। তিনি জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এসআইএইচ