নওগাঁয় ৩ মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
নওগাঁয় আত্রাই উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরি এবং বাসি ইফতার সামগ্রী বিক্রির অপরাধে ৩টি মিষ্টান্ন ভান্ডারের কাছ থেকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামীম হোসেনের নেতৃত্বে উপজেলার মির্জাপুর ও রেজিস্ট্রি অফিস এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়। এ সময় তাদের সহযোগীতা করেন আত্রাই থানা পুলিশের একটি চৌকষ টিম।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- ঘোষ মিষ্টান্ন ভান্ডার, পলাশ মিষ্টান্ন ভান্ডার, ভাই ভাই হোটেল।
ভোক্তা অধিকার অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মো. শামীম হোসেন ঢাকাপ্রকাশকে জানান, মঙ্গলবার (১৯ এপ্রিল) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) ক্ষমতাবলে জেলা প্রশাসকের নির্দেশনায় আত্রাই উপজেলার মির্জাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মির্জাপুর এলাকায় ঘোষ ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার এবং পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও রেজিস্ট্রি অফিসের সামনে ভাই ভাই হোটেল নামে একটি রেঁস্তোরায় বাসি ইফতার সামগ্রী বিক্রয়ের অপরাধে ২ হাজার টাকাসহ মোট ১৫ হাজার জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
এসআইএইচ