বরগুনায় ৮ লাখ ৩০ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস
বরগুনায় মৎস বিভাগ ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এরে মধ্যে রয়েছে নিষিদ্ধ বেহেন্দী জাল, চায়না দুয়ারী ও নেট জাল।
মঙ্গলবার (১৯ এপ্রিল) পাথরঘাটা উপজেলায় ও সোমবার (১৮ এপ্রিল) বরগুনা সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জমির হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে কোস্টগার্ড, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা মৎস্য অধিদপ্তরের অবৈধ জাল অপসারণের চলমান অভিযানে সোমবার (১৮ এপ্রিল) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারী, বেহেন্দী ও নেট জাল জব্দ করে বরগুনা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়। জব্দকৃত নিষিদ্ধ জালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮০ হাজার টাকা।
এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জমির হোসেন বলেন, বিষখালী নদীর নিশানবাড়ীয়া, বাদুরতলা, জিনতলা ও এর আশপাশে অভিযান চালিয়ে জব্দ করা জালগুলো মৎস্য অফিসের প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ ব্যাপারে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মৎস বিভাগের জব্দকৃত অবৈধ জাল স্পিডবোটে করে বরগুনার ভারানী খালের খারাকান্দা নামক স্থানে নিয়ে এসে জেলেদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, অবৈধ মৎস জাল স্পেশাল ক্যাম্পিং চলমান থাকবে। অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা ও জেলেদের জরিমানা করা হচ্ছে। জেলার সব উপজেলায় অভিযান করে অবৈধ জাল ধ্বংস করা হবে।
এসআইএইচ