রাজশাহীতে হোটেল কক্ষে নারীর মরদেহ: প্রেমিক গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে আবাসিক হোটেল ‘ড্রিম হ্যাভেন’ থেকে উদ্ধারকৃত নারীর মরদেহের বিষয়ে চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করলো পুলিশ! বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা করেন মিঠুন আলী (২৮)। হত্যার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদরদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।
তিনি জানান, রবিবার (১৭ এপ্রিল) রাতে ওই হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর রুমে তালা ভেঙে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় পর্যবেক্ষণ করে জানা যায়, ওই নারী বেশ কয়েক ঘণ্টা আগেই মারা যান। পরবর্তীতে সিআইডির ক্রাইমসিন ইউনিটের সহযোগিতায় রাজপাড়া থানা পুলিশ অজ্ঞাতনামা ওই নারীর নাম-ঠিকানা জানাসহ মামলার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে।
ওই নারী জয়নব বেগমের (৪০) পরিচয় শনাক্ত করে তার আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। মৃতের বড় ভাই তছলেম প্রামানিক (৪৫) পরের দিন রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
পরে হোটেলের ভিডিও ফুটেজ এবং রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায়, রেজিস্টারে মিজান এবং জুলেখার নাম লেখা রয়েছে। তাদের উভয়ের ঠিকানা গোদাগাড়ী এবং সম্পর্কে স্বামী-স্ত্রী এমন মিথ্যা তথ্য দেওয়া আছে।
পরবর্তীতে ১৮ এপ্রিল রাত সাড়ে ৮টায় নাটোর সদর থানার আগদিঘা গ্রামে অভিযান পরিচালনা করে আসামি মিঠুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির ঘর তল্লাশি করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অপরাধের সময় পরিহিত পোশাকসহ অন্যান্য আলামত জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানায়, জয়নব বেগমের সঙ্গে তার ৩ মাসের প্রেমের সম্পর্ক ছিল। গত দুই সপ্তাহ ধরে জয়নব তাকে বিয়ের জন্য চাপ ও হুমকি দিয়ে আসছিল। তাই তিনি পরিকল্পনা করে জয়নবকে হোটেল কক্ষে নিয়ে বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।
এমএসপি