রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সিলেটের মোগলাবাজারের হাজিগঞ্জ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে নিহতের নাম গুলজার আহমদ (১৮)। সে মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মৃত রেদওয়ান মিয়ার ছেলে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে আহত পারভেজ ও ফয়সাল নামের দুজন হাসপাতালে চিকিৎসাধীন। ফয়সালের অবস্থা আশংকাজনক। তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা সন্ধ্যায় জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক থেকে ধরমপুর যাওয়ার রাস্তায় দুপুর ১২টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন গুলজার। অন্য মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ফয়সাল। সংঘর্ষের পর দুটি মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক গুলজার আহমদকে মৃত ঘোষণা করেন।

এসএসআই/এএন

Header Ad
Header Ad

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় প্রকাশ্যে সড়ক থেকে এক যুবককে প্রাইভেটকারে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী নোমান আহমেদ নাফিজ শুক্রবার (১৮ এপ্রিল) রাতেই ভিডিওটি তার ফেসবুকে শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, কালো মাস্ক পরা এক যুবককে জোরপূর্বক একটি সাদা প্রাইভেটকারে তুলছেন তিন ব্যক্তি। এদের মধ্যে দুজনের পরনে ছিল জিন্স ও টি-শার্ট, এবং একজনের পরনে ছিল গেবাডিং প্যান্ট ও ফুলহাতা জামা। ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাদের দিকেও হুমকি ছুড়ে দেন ওই তিনজন। এরপর প্রাইভেটকারটি দ্রুত বিমানবন্দরের দিকে চলে যায়।

নোমান জানান, শুক্রবার দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টারের বিপরীত পাশের সড়কে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে তিনি মোবাইলে ভিডিও ধারণ করে পরে ফেসবুকে পোস্ট করেন। তিনি আরও বলেন, ঘটনার পরপরই স্থানীয় থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান, কিন্তু তেমন কোনো সহায়তা পাননি। পুলিশ শুধু তার নাম ও মোবাইল নম্বর রেখে দেয়।

ঘটনাস্থলটি উত্তরা পূর্ব থানার আওতাধীন। এ বিষয়ে ওসি শামীম আহমেদ জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে যাকে গাড়িতে তোলা হয়েছে বা যাঁরা এই কাজটি করেছেন—তাদের কোনো পরিচয় জানা যায়নি। এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার স্বজনদের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

Header Ad
Header Ad

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা

ছবি: সংগৃহীত

অফিস সময়ের মধ্যে কোনো সভায় অংশগ্রহণের বিনিময়ে সম্মানী গ্রহণ না করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীন সচিবদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকারি দপ্তরে নির্ধারিত অফিস সময়ের মধ্যে কোনো সভায় অংশ নেওয়ার জন্য কোনো ধরনের সম্মানী গ্রহণ থেকে বিরত থাকতে হবে। এই নির্দেশনার লক্ষ্য সরকারি কাজের স্বচ্ছতা ও পেশাগত নীতিমালা মেনে চলা নিশ্চিত করা।

এ নির্দেশনা পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, রেলপথ সচিব এবং সেতু সচিবের কাছে।

সরকার মনে করছে, অফিস সময়ের মধ্যে কোনো সভায় যোগদান করাই দায়িত্বের অংশ—এক্ষেত্রে অতিরিক্ত সম্মানী নেওয়া অনৈতিক এবং তা সরকারি কর্মচারি আচরণবিধিরও পরিপন্থী।

Header Ad
Header Ad

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু। ছবি: সংগৃহীত

বাংলাদেশের টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ রানাকে পরাজিত করে ৩১০ ভোটে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি ৩৩২ ভোট পেয়ে হারিয়েছেন শাহেদ শরীফ খানকে।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ভোট গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা খায়রুল আলম সবুজ।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো. ইকবাল বাবু এবং শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা মিঠু, অনুষ্ঠান সম্পাদক হয়েছেন এম এ সালাম সুমন, আইন ও কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মুকুল সিরাজ, এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন আর এ রাহুল।

অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদে বিজয়ী হয়েছেন ইমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, এনায়েতুল্লাহ শিপলু, রাফা মো. নাঈম, রেজাউল রাজু, এবং তুহিন চৌধুরী।

এবারের নির্বাচনে মোট পদসংখ্যা ছিল ২১টি। এর মধ্যে দু’টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। পরাজিত প্রার্থীরা চাইলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফলাফলের বিরুদ্ধে আপিল করতে পারবেন। চূড়ান্ত ফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন খায়রুল আলম সবুজ, সঙ্গে ছিলেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে ছিলেন খ্যাতিমান অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক অপু
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়লো
বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ পড়লো ওয়েস্ট ইন্ডিজ নারী দল
দুই দফা দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
দিনাজপুরের বিরামপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত
পাকিস্তানের বিপক্ষে বড় হার, শঙ্কায় বাংলাদেশের নারী বিশ্বকাপ স্বপ্ন
ঘুষ-দুর্নীতির অভিযোগ জানানো যাবে দুই মন্ত্রণালয়ের উপদেষ্টাকে
টঙ্গীতে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা, মায়ের স্বীকারোক্তি
টানা ৫ দিন দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
ভর্তুকি মূল্যে পাটের তৈরি বাজারের ব্যাগ সরবরাহ করা হবে : পরিবেশ উপদেষ্টা
রবিবার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
দেশের ইতিহাসে এবারের নির্বাচন সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা
বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ভারত: রিজভী
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালই যেন নিজেই অসুস্থ!
জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী দল নয়: জিএম কাদের
প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে পরিচালক সৃজিত মুখার্জি