মসিকের উদ্যোগে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অধিনে ময়মনসিংহে উচ্চ রক্তচাপ স্ক্রিনিং কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টায় নগরীর বৈশাখী মঞ্চে ২ মাসব্যাপী স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন।
সিডিসি ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় ৬টি ভ্রাম্যমাণ দল সিটির ১৫টি ওয়ার্ডের বিভিন্ন স্পটে ২ মাসব্যাপী এ কর্মসূচি পরিচালনা করা হবে।
এ কর্মসূচির আওতায় নাগরিক উচ্চ রক্তচাপ পরিমাপের সাথে ওষুধ দেন। নাগরিকদের প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরেশনের মেডিকেল অফিসার বা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, সিডিসির ইউএস কনসালটেন্ট ও সেফটি নেটের কান্ট্রি ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ হাসান আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসপি