চিকিৎসক বুলবুলের মরদেহ রংপুরে দাফন
গরিবের চিকিৎসক খ্যাত আহমেদ মাহী বুলবুলের মরদেহ রংপুরে দাফন করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) জোহরের নামাজের পর নগরীর ভগি বালাপাড়ার সামাজিক কবরস্থানে তার দাপলন করা হয়েছে।
এর আগে সকালে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স নিজ বাড়িতে পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। স্বজনদের পাশাপাশি এলাকাবাসীও আহাজারি করেন। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তার স্বজনরা।
চিকিৎসক বুলবুল 'ভূমি' নামে একটি সংগঠনের ব্যানারে সারাদেশে সেবামূলক চিকিৎসা কার্যক্রম চালিয়ে ছিলেন।
রোববার (২৭ মার্চ) ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন গরিবের চিকিৎসক বুলবুল।
দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন বুলবুল। ১৯৯৭ সালে রংপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর তিনি ঢাকায় চলে যান। সেখানে মগবাজারে একটি বেসরকারি ডেন্টাল কলেজে পড়াশোনা করেন। তিনি মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার খুলে চিকিৎসা দিচ্ছিলেন। সেখানে তিনি দরিদ্র ও নিম্নবিত্তদের বিনামূল্যে চিকিৎসা দিতেন।
এসএন