চট্টগ্রামে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ মিলল চমেকের মর্গে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাওয়া গেছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৮ মার্চ উত্তম কুমার (৪৬) নামে ওই ব্যবসায়ী ফটিকছড়ির লেলাং থেকে নিখোজ হন। শুক্রবার (১১ মার্চ) তার মরদেহ পাওয়া যায়। চমেকের মর্গে মরদেহ শনাক্ত করেন নিহতের ভাই উজ্জ্বল কুমার। স্বজনরা জানান, সীতাকুণ্ড রেল লাইনের কাছে জখম অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে রেল পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি রবিউল ইসলাম জানান, ‘নাজিরহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ি নিখোঁজ হওয়ার কথা জানান স্বজনরা। পরে তার ভাই থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। শুক্রবার সীতাকুণ্ড থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
উত্তম কুমার ধর উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের বণিক পাড়ার মৃত শ্রী ধাম ধরের ছেলে। জনতা জুয়েলার্স নামে নাজিরহাট বাজারে তার একটি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।
জানা গেছে, গত ৮ মার্চ দুপুর দেড়টার দিকে দোকান থেকে চট্টগ্রাম শহরে যেতে বের হন তিনি। নিখোঁজের পর আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোন সন্ধান পাননি। এ সময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে গত ৯ মার্চ ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করেন নিহতের ভাই উজ্জল কুমার ধর।
এসএ/