সাভারে চুরি হওয়া শিশু উদ্ধার, নারী গ্রেপ্তার
অপহরণকারী পারভীন ও শিশু জামেলা
সাভারে চুরি হয়ে যাওয়ার একদিন পর উদ্ধার হয়েছে জামেলা নামের তিন বছর বয়সী কন্যাশিশু। সেই সঙ্গে অপহরণকারী নারী পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে গ্রেপ্তার নারীকে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সাভারের আনারকলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পারভীন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। বর্তমানে সাভারের কোর্টবাড়ি এলাকায় এমদাদের বাড়ির ভাড়াটিয়া ও একটি পোশাক কারখানায় কাজ করেন। উদ্ধার হওয়া শিশু জামেলার মা শিলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। সে তার নানা-নানী ও মা'র সঙ্গে থানা রোড এলাকার সুপার শপ স্বপ্নের পেছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকে।
পুলিশ জানায়, পারভীন মূলত শিশুটিকে চুরি করে বিক্রির চেষ্টা করেছিলেন। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা যায়, পারভীন ও তার পরিবার খুবই দরিদ্র। কোনোভাবে জীবনযাপন করছেন। অনেকটা ভাসমান। হয়তো টাকার লোভে এমন কাজ করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা শিলা বেগম।
গত বুধবার দুপুরে সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যান বোরকা পরা ওই নারী। পরে বৃহস্পতিবার সাভার থানায় মামলা দায়ের করেন চুরি হওয়া শিশুর মা শিলা বেগম।
কেএম/আরএ/