বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

টাঙ্গাইলে বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন

আগের কমিটি বিলুপ্তি ঘোষণার ৩ মাস পর টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে ৮ উপজেলা ও ৭টি পৌরসভায় বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা এবং অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপি'র আহবায়ক কমিটি।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয় জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু।

শুক্রবার (১১ মার্চ) সকালে ঢাকাপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা
সদস্য সচিব মাহমুদুল হক সানু।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন আহবায়ক কমিটি দেয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে বাকি উপজেলা ও পৌরসভাগুলোতে নতুন আহবায়ক কমিটি দেয়া হবে। এ লক্ষে কাজ চলছে।

৮ উপজেলা ও ৭টি পৌরসভায় নতুন আহবায়ক, সদস্য সচিব ও সাধারণ সদস্য মিলে ৫ শতাধিক নেতাকর্মী কমিটিতে জায়গা পেয়েছেন। তারা হলেন-

১। ধনবাড়ী উপজেলা বিএনপি: আহবায়ক অধ্যক্ষ এম আজিজুর রহমান ও সদস্য সচিব মো. এনামুল হক, ৪ জন যুগ্ম আহবায়ক এবং ৩৬ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক এস.এম. এ ছোবাহান ও সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বপন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।

২। মধুপুর উপজেলা বিএনপি: আহবায়ক মো. জাকির হোসেন সরকার ও সদস্য সচিব মো. নাছির উদ্দিন, ৬ জন যুগ্ম আহবায়ক এবং ৩৩ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক খুররম খান ইউসুফজী প্রিন্স ও সদস্য সচিব খন্দকার মোতালিব হোসেন, ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩১ জন সদস্য।

৩। কালিহাতী উপজেলা বিএনপি: আহবায়ক মজনু মিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম (ভিপি), ৮ জন যুগ্ম আহবায়ক এবং ৩৮ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক ইঞ্চিনিয়ার মো. সাহিদুর রহমান সিদ্দিকী ও সদস্য সচিব সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩০ জন সদস্য।

এলেঙ্গা পৌর বিএনপি: আহবায়ক একাব্বর আলী ও সদস্য সচিব হারুন অর রশিদ হিরু, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৯ সদস্য।

৪। নাগরপুর উপজেলা বিএনপি: আহবায়ক এস.এম সালাম ও সদস্য সচিব হাবিবুর রহমান হবি, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৪২ সদস্য।

৫। মির্জাপুর উপজেলা বিএনপি: আহবায়ক ফাতেমা আজাদ ও এ উপজেয়া সদস্য সচিবের নাম ঘোষণা করা হয়নি। ১১ জন যুগ্ম আহবায়ক এবং ৪৯ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক হযরত আলী মিয়া ও সদস্য সচিব এস.এম মহসিন, ৭ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।

৬। বাসাইল উপজেলা বিএনপি: আহবায়ক এনামুল করিম অটল ও সদস্য সচিব এডভোকেট নুর নবু আবে- হায়াত খান, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩২ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক মো. আখতারুজ্জামান তুহিন ও সদস্য সচিব আবুল কাল আজাদ প্রিন্টু, ৯ জন যুগ্ম আহবায়ক ও ৩২ জন সদস্য।

৭। সখীপুর উপজেলা বিএনপি: আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু ও সদ্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, ৫ জন যুগ্ম আহবায়ক এবং ৩৯ জন সদস্য।

পৌর বিএনপি: আহবায়ক নাছির উদ্দিন (কমিশনার) ও সদস্য সচিব মীর আবুল হাসেম, ১১ জন যুগ্ম আহবায়ক এবং ২৮ জন সদস্য।

৮। দেলদুয়ার উপজেলা বিএনপি: আহবায়ক আব্দুল আজিজ খান (চান খাঁ) ও সদস্য সচিব এস.এম ফেরদৌস আহমেদ, ৯ জন যুগ্ম আহবায়ক এবং ৩৫ জন সদস্য।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় জেলার সকল উপজেলা ও পৌর সভার কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। ওই সভাতে নতুন আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা আহবায়ক কমিটি।

কেএফ/

Header Ad

পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট (ইনসটে: প্রধান অভিযুক্ত মনোয়ারুল ইসলাম আলম)। ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়া উপজেলার বয়রা গ্রামের আব্দুল মান্নানের বাড়িতে দিনে দুপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ২০ নভেম্বর দুপুরে এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মান্নানের দাবি আটঘরিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনোয়ারুল ইসলাম আলমের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে আব্দুল মান্নান জানান, আলমের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেল এবং তিনটি সিএনজিতে করে প্রায় অর্ধশতাধিক সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়েছে। এসময় তাদের সাথে ৩ টি আগ্নেয়াস্ত্র, লাঠি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা আমার বাড়ির সব জানালা, দরজা ভেঙে ফেলেছে। প্রথমে তারা বাড়ির পেছনের দরজা ভেঙে প্রবেশ করে, এরপর আমার ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় আমার ঘর থেকে ড্রয়ারে থাকা প্রায় ৮৫ হাজার টাকা এবং আমার শ্যালিকার কিছু গহনা রাখা ছিল সবকিছু লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী আব্দুল মান্নান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, শুধু আমার ঘরেই না পাশে আমার মেয়ের ঘরেও ভাঙচুর করে তার ঘরে থাকা আলমারি ও ড্রয়ার থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং কিছু স্বর্ণালংকার ছিল সবকিছু লুট করে নিয়ে গেছে সন্ত্রাসী বাহিনী। এসময় বেশ কয়েকটা ফাঁকা গুলিও ছুড়েছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনার সময় বাসায় আমার স্ত্রী এবং আমার দুই নাতি ছিল, তাদের একজনের বয়স ৬ ও আরেকজনের ৫ বছর। দুর্বৃত্তরা তাণ্ডব চালানোর সময় ওরা দুজন ভয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে ছিল। আমার স্ত্রী রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিল সেখানেই তাকে আটকে রাখা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মনোয়ারুল ইসলাম আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বাদি হয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মনোয়ারুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলায় মনোয়ারুল ছাড়াও আরও ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনকে আমসামি করা হয়েছে।

Header Ad

যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে পৃথিবীতে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

তবে অনেকেই আশঙ্কা করছেন দিন দিন যেন এআই মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। পেশা হারাচ্ছে সাধারণ মানুষ। একটা সময় বিশ্বে বেকারত্বের হার বেড়ে যাওয়ার কারণ হবে এআই। তবে গুগল বলছে, এআই সব জায়গায় মানুষের বিকল্প হতে পারবে না। যেমন: কোডিং। এখন পর্যন্ত এআই সেই অভিজ্ঞতা অর্জন করতে পারেনি।

সম্প্রতি টেক জায়ান্ট সংস্থার নিউ ইয়র্কের অফিসে বসে এক সাক্ষাৎকার দেওয়ার সময় মাতিয়াস বলেন, সবাই কোডিং শিখতে হবে। তিনি আরও বলেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে শেখাটা বরাবরের মতোই এখনো গুরুত্বপূর্ণ। এআই নির্দিষ্ট কাজে সাহায্য করতেই পারে। তবে তা প্রাথমিক স্তরে। কিন্তু সমগ্র কোডিং প্রক্রিয়াকে দখল করতে তার এখনো অনেক সময় লাগবে।

তবে এখন প্রশ্ন হচ্ছে, এআই তো এরই মধ্যে কোড লেখার কাজ শুরু করে দিয়েছে। এর উত্তরও দিয়েছেন মাতিয়াস। জানিয়েছেন, এআই কোড লিখলেও তা খতিয়ে দেখার ভার মানুষদেরই। সুতরাং কোডিংয়ের চূড়ান্ত রূপ দেওয়া বিষয়টি এখনও এআইয়ের নাগালের বাইরে। তবে বর্তমান পরিস্থিতিতে জুনিয়র ডেভেলপাররা যে চাপে পড়েছেন তাও মানছেন মাতিয়াস।

Header Ad

প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইলিশ রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বুধবার (২৭ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রবাসীরা যেসব দেশে আছেন সেখানে স্বল্প পরিসরে কিছু ইলিশ পাঠানো যায় কিনা সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকায় আমাদের প্রবাসীরা আছে। এর মধ্যে ইউরোপ-আমেরিকায় যেসব এলাকায় আমাদের বাঙালিরা আছে, সেখানে কিছু ইলিশ যায়। এখন আমরা মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ নেব।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

তিনি বলেন, এ বছর ইলিশ মাছের আহরণ গত বছরের তুলনায় কম ছিল। তার একটি অন্যতম কারণ ছিল সময়মতো বৃষ্টি না হওয়া। তাছাড়া ভারত থেকে অবৈধভাবে ট্রলার ফিশিংয়ের মাধ্যমে ইলিশ আহরণ করা হয় বলে অভিযোগ আছে। তবে, এ বছর আমাদের নৌবাহিনী, কোস্ট গার্ড এবং নৌ পুলিশ এ বিষয়ে সতর্ক অভিযান চালিয়েছে এবং বেশ কিছু ভারতীয় ট্রলার এবং জেলে আটক করতে পেরেছে।

সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীদের নিয়ে কাজ করবে উল্লেখ্য করে তিনি আরও বলেন, বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৫০০ টাকা থাকায় এখনো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। ইলিশের দামের ক্ষেত্রে সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগী এবং দাদন-ব্যবসাকে দায়ী করেছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে (সরকার)।

Header Ad

সর্বশেষ সংবাদ

পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার
ভিসার জন্য দুপুরে আমেরিকান দূতাবাসে যাচ্ছেন খালেদা জিয়া
ইসকন নিষিদ্ধে সরকারের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নারী যুগ্মসচিবের ধমক খেয়ে অজ্ঞান কর্মকর্তা, সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস
আইনজীবী সাইফুল হত্যায় আটক ৩০
বিচ্ছেদের পর সামান্থাকে ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয়
ইসকনের হামলার নিন্দা ও বিচারের দাবি শিবিরের
ভারতের বিবৃতি বন্ধুত্বের চেতনার পরিপন্থি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আইনজীবী সাইফুল হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ মিছিল
ইউক্রেনে এক মাসে লন্ডনের অর্ধেকের সমান এলাকা দখল রাশিয়ার
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত অন্তত ২২
স্বৈরাচার পালিয়েছে কিন্তু লেজ রেখে গেছে, তারা ষড়যন্ত্র করছে: তারেক রহমান