শেবাচিমে নার্সের উপর হামলা, ৩ ট্যুরিস্ট পুলিশ ক্লোজড
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলামের উপর হামলার ঘটনায় ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে ট্যুরিস্ট পুলিশের বরিশাল রিজিওনের পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, সিনিয়র স্টাফ নার্সের উপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পুলিশ সদস্যকে ক্লোজড করে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তারা হলেন- ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পরিদর্শক বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মেহেদি।
এদিকে বুধবার (৯ মার্চ) গভীর রাতে নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের অপজিটে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সালাউদ্দিন। এ সময় তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশের অন্য সদস্যরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। জরুরি বিভাগের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স সাইফুল ইসলাম রোগীর নাম জিজ্ঞাসা করলে সালাউদ্দিনের সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে জরুরি বিভাগের কাউন্টারে জোর করে ঢুকে সাইফুলকে বেধড়ক মারধর করেন তারা। এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় স্বাধীনতা নার্সেস পরিষদ। পরে বেলা সাড়ে ১১টার দিকে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি পেয়ে কর্মস্থলে যোগ দেন নার্সরা।
এসএন