দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক: এনবিআর চেয়ারম্যান
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে স্বাভাবিক বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে রাজশাহী শিল্প ও বণিক সমিতির সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের প্রাক-বাজেটের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি একটি স্বাভাবিক বিষয়। বিশ্বের সব দেশের পণ্যের দাম কমে এবং বাড়ে। কিন্তু দাম বাড়লেই আমদানি নির্ভর পণ্যগুলোর শুল্ক কমিয়ে দেওয়ার দাবি ওঠে। এতে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
জাতীয় বাজেট প্রণয়নের লক্ষে রাজশাহী চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ড্রাস্টি ও বিভাগের সকল জেলা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দাম বাড়লে আমরা নানা রকম মেকানিজমের মাধ্যমে শুল্ক কমিয়ে বাজার ঠিক রাখার চেষ্টা করি। কিন্তু শুল্ক আহরণ না হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই মানুষকে ভাবতে হবে যে একটু বেশি দাম দিয়ে হলেও পণ্যটা কিনতে হবে। বিশ্বের সব দেশেই দাম বাড়ছে। এটা কমে যাবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক ও সদস্য (মূসক নীতি) মিস জাকিয়া সুলতানা ও সদস্য (কর নীতি) সামস উদ্দিন আহমেদ।
এ সময় রাজশাহী কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানসহ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসপি