নারীকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নিতে হবে: মসিক মেয়র
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, সব ক্ষেত্রে নারীরা আজ ভালো করছে। নারীকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই বিশ্ব আরও সুন্দর হয়ে উঠবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নারীর উন্নয়নে মসিক গৃহীত বিভিন্ন উদ্যোগকে তুলে ধরে মেয়র বলেন, প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবসা সহায়তা, নারী শিক্ষার্থীদের ভাতা এবং নারী উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার পাশাপাশি নানা কার্যক্রমের মাধ্যমে নারী উন্নয়নে কাজ করছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
মসিকের প্রধান কর্মকতা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে র্যালিটি নগরভবন থেকে শুরু হয়ে টাউনহলে এসে শেষ হয়। টাউনহলে র্যালি পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এর আলোকে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুচি আক্তারি মহল, মসিকের প্যানেল মেয়র ০৩ শামীমা আক্তার, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞাসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তারা।
এসজি