পিকনিকের বাস উল্টে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৩০

নেত্রকোনার দুর্গাপুরে পিকনিকের বাস উল্টে হিমেল শেখ (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীপুর এলাকায় ময়মনসিংহ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সোয়াদ পরিবহন নামের বাসটি মাদ্রাসার ছাত্রদের নিয়ে দুর্গাপুরে পিকনিকের জন্য যাচ্ছিল। ময়মনসিংহ-বিরিশিরি সড়কে মোড় ঘুরতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার লক্ষীপুর এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন প্রায় ৩০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
এসজি
