কলমাকান্দায় ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গোপালবাড়ি চেংগ্নী গ্রামে ১৭৮ বছরের ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে এ মেলা। এদিন বিকালে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার ঐতিহ্যবাহী এ মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পাহাড়ি এলাকায় আদিবাসী নৃ-গোষ্ঠী হাজং সম্প্রদায়ের দোলপূজা উপলক্ষে প্রতিবছর এ মেলা বসে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকার মানুষের এক মিলনের সুযোগ করে দেয় ঐতিহ্যবাহী এ মেলাটি। আগামী বৃহস্পতিবার (৯ মার্চ) পর্যন্ত চলবে এ মেলা। দূর-দূরান্ত থেকে অগণিত মানুষের ঢল নেমেছে মেলায়। বিভিন্ন ধরনের খেলনা ও নারী-শিশুপণ্যের জুড়ি নেই।
মেলায় বিভিন্ন এলাকার দোকানিরা হরেক রকমের জিনিস নিয়ে ক্ষুদ্র মাঝারি ধরনের দোকান সাজিয়েছেন। নেত্রকোনাসহ বিভিন্ন অঞ্চলের শিশু, কিশোর, নারী, পুরুষ প্রতিবছর এ মেলায় আসেন। মেলা থেকে তারা তাদের পছন্দের জিনিসপত্র কেনে ফিরেন যান বাড়ি। ভারত সীমান্তঘেষা এ মেলায় ওপারের তরুণ-তরুণীরা সীমানা পেরিয়ে ছুটে আসেন এবং সন্ধ্যার আগে আগেই সীমানা পেরিয়ে ওপারে চলে যান।
গোপালবাড়ি চেংগ্নী গ্রামের দোলপূজা কমিটির সভাপতি বিনয় চন্দ্র হাজং বলেন, আমরা প্রতিবছর মন্দিরে দোলপূজার আয়োজন করি, কীর্তনীয় দল মন্দির প্রাঙ্গণে কীর্তন পরিবেশন করে, মন্দিরে প্রার্থনা হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছাড়াও আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম নিয়োজিত আছে।
এসজি