ছয় ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ময়মনসিংহের ভালুকায় ছয়টি ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে তিনটি ইটভাটা। বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে একটিকে। বুধবার দিনভর পরিবেশ অধিপ্তর অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করেন। নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভালুকার বিভিন্ন ইউনিয়নের ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পলাশতলী ধলিয়া এলাকার সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকস, খারোয়ালি এলাকার সিদ্দিকীয় ব্রিকসকে ৬ লাখ টাকা করে এবং মেদিলা এলাকার আলম ব্রিকস ও পাঠান ব্রিকসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
একই সঙ্গে ৬টি ইট ভাটার মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেভার ব্রিকস, সাফা ব্রিকস, রিফাত ব্রিকসকে এবং একটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
এএজেড
