জাতীয় পতাকা উত্তোলন না করায় মাদ্রাসায় জরিমানা
জামালপুরের বকশীগঞ্জে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় পৌর শহরের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী দুইশত টাকা জরিমানা করেন। পরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ জরিমানার টাকা পরিশোধ করেন।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী বলেন, মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক থাকলেও বকশীগঞ্জের দারুন নিমাহ হিফজুল কুরআন মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। সরকারী আইন অমান্য করায় উক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করেন মাদরাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ।
মাদরাসার প্রতিষ্ঠাতা আবু সাইদ বলেন,অফিস সহকারীকে আগে বলে দেওয়া হয়েছিলো জাতীয় পতাকা উত্তোলনের জন্য। ভূল বশত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আজকের বিষয়টি নিয়ে আমি বিব্রত ও লজ্জিত। ভবিষ্যতে এমনটা আর হবে না।
এএজেড