প্রধানমন্ত্রী চান প্রতিটি মানুষ নিরাপদে থাকুক: মেয়র টিটু
ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেন, প্রধানমন্ত্রী চান প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। প্রতিটি শিশু যেন সুস্থভাবে বেড়ে উঠে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে নগর ভবন প্রাঙ্গণে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল খাইয়ে মসিকের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এবার সিটি করপোরেশনের প্রায় ৬৬ শিশুকে এবার ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোপূর্বে সব ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করতে পেরেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এ অর্জন এবারও অব্যাহত থাকবে।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি করপোরেশনের ৫টি স্থায়ী ও ৩০১টি স্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের।
উদ্বোধনকালে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ভারপ্রাপ্ত সচিব অন্নপূর্ণা দেবনাথ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, স্বাস্থ্য বিভাগসহ অন্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসজি