চরবেতাগৈর কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে চরবেতাগৈর কেন্দ্রীয় পাঠাগারের উদ্যোগে তিনটি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, আনোয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং চর উত্তরবন্দ এম এইচ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেয়া হয়। এ ছাড়া এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত শিক্ষার্থী ও অতিথিরা গান, কবিতা, কৌতুক, উপস্থিত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠান মাতিয়ে তোলেন।
জনতা ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন সজীবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োকন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলাউদ্দিন আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমেদ শাহীন, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শামীম আল মামুন, ১৩নং চরবেতাগৈর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, আবু আকতার ফকির, সমকালের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হুমায়ুন কবীর, ইঞ্জিনিয়ার বখতিয়ার খিলজী, আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সাদেক, শফিকুল ইসলাম শাহীন, রিয়াজ উদ্দিন, জালাল উদ্দিন মাস্টার, মিজানুর রহমান মাস্টার, আমিরুল ইসলাম, শফিকুল ইসলাম মস্টার, মানিক মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচকরা শিক্ষার্থীদের বই পড়ার গুরুত্ব তুলে ধরেন এবং লাইব্রেরিতে নিয়মিত এসে বই পড়ার আহ্বান জানান।
এসজি