আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
নেত্রকোনার মদনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে মদন পৌরসদরের চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীমের সমর্থকদের সঙ্গে ছাত্রলীগের আহ্বায়ক টিপু ইসলাম সোহাগের সমর্থকদের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২০ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছে পুলিশ। এ সময় মুজিবুর রহমান নামের এক পুলিশ সদস্যসহ ১০জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ ফ্রেরুয়ারি) মদনে এসডিএফ নামে একটি প্রকল্পের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান অংশ নেন। সেদিন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান সাজ্জাদুল হাসানের সঙ্গে আসেন।
বিকেলে তারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করেন। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম উপজেলা ছাত্রলীগ নিষ্ক্রিয় বলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের কাছে জানান। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় হতে বলেন।
এতে আহ্বায়ক টিপু ইসলাম সোহাগ রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পৌর সদরের চৌরাস্তার মোড়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। সোমবার সকালে ছাত্রলীগের আয়োজনে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এরই জের ধরে উত্তেজনার সৃষ্টি হলে সোমবার সকাল থেকে দুই পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পৌর সদরে অবস্থান নেয়।
দুপুরে এক পর্যায়ে তাদের মাঝে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মুজিবুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন। বিশৃঙ্খলা এড়াতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান গুলির ছোড়া বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এএজেড