‘অনিবন্ধিত ৪ লাখ থ্রি-হুইলারের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত’
বাংলাদেশের সড়কে বর্তমানে প্রায় পাঁচ লাখ থ্রি-হুইলার চলাচল করছে। এর মধ্যে এক লাখ নিবন্ধিত এবং প্রায় ৪ লাখই চলছে নিবন্ধন ছাড়া। বিআরটিএ’র অনুমোদনহীন এসব ত্রি-হুইলারের বিষয়ে শিগগিরই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এসব পরিবহনের মালিক কারা কিংবা কারা সেগুলো চালায় সেই বিষয়টি অজানা থেকে যাচ্ছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। প্রধানমন্ত্রী ও সড়ক মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে। সড়ক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে শিগগিরই অনিবন্ধিত থ্রি-হুইলারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রানার অটোমোবাইলস পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানায় থ্রি-হুইলার উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এর মধ্য দিয়ে এই প্রথমবার দেশেই এলপিজি ও সিএনজিচালিত থ্রি-হুইলার উৎপাদন শুরু করল রানার অটোমোবাইলস পিএলসি।
এসআইএইচ