শিশু অপহরণের বিচার দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামে সুন্দর কোমলমতি শিশু অপহরণ এর বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে ত্রিশাল বালিপাড়া রোডের রেলক্রসিং পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকার সাধারণ জনগন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার শিরিন আক্তার এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। বিভিন্ন সময় সাধারণ মানুষকে ফাঁদে ফেলে হয়রানি করে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবী জানিয়ে বলেন, এই শিরিন শিশু অপহরণ থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। তার অত্যাচারে অতিষ্ট অত্র এলাকার সাধারণ মানুষ।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে অন্তর(৩) বাড়ির পিছনে শিশুদের সাথে খেলার করার সময় শিরিন আক্তার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় এলকাবাসী থাকে আটক করে পুলিশের কাছে সুপর্দ করে।
ওই ঘটনার প্রতিবাদ এবং দোষীর শাস্তির দাবি জানিয়ে শিশুর পরিবার ও এলাকার মানুষ মানববন্ধন করে। তারা দাবি করেন,দ্রুত সময়ের মধ্যে যেনো অপহরণকারীর শাস্তি হয়।
এএজেড
