ধর্ষণ, নারী নির্যাতন বন্ধে ২৫ শিক্ষার্থী হাঁটল ১৮ কিলোমিটার
ঘড়িতে সময় সকাল ৮টা ১৫ মিনিট। চারদিকে তখনও ঘন কুয়াশা। আকাশে সূর্যের লুকোচুরি খেলা। এর মধ্যেই ২৫ জন তরুণ-তরুণী নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু করেন। গন্তব্য বারহাট্টা উপজেলার বারহাট্টা সরকারি কলেজ প্রাঙ্গন। দূরত্ব ১৮ কিলোমিটার। তাদের হাতে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড। উদ্দেশ্য মাদক, বাল্য বিয়ে, ধর্ষণ, নারী নির্যাতন ইত্যাদি বন্ধে সচেতনতা বৃদ্ধি করা।
রবিবার (১৮ ডিসেম্বর) বাঁশি বাজিয়ে এই পদযাত্রার উদ্বোধন করেন অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক স্কাউট লিডার মিজানুর রহমান। তারা সবাই জেলা শহরের নেত্রকোনা সরকারি কলেজের একাদশ, দ্বাদশ, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং কলেজের রোভার স্কাউটের সদস্য।
পদযাত্রার সময় বিভিন্ন হাটবাজারে প্রচারপত্র বিলিসহ সচেতনতামূলক কথা বলেন রোভাররা। এ সময় রাস্তার পাশে থাকা লোকজন হাত তুলে তাদের অভিনন্দন জানান।
বেলা ১২টা ২০ মিনিটে রোভার স্কাউটের সদস্যরা গন্তব্যে পৌঁছান। এ সময় বারহাট্টা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার এবং জেলা রোভার সম্পাদক আমিনুল ইসলাম রিজভী, নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক রোভার স্কাউট লিডার শাহিনুল হক শাহিন, নেত্রকোনা সরকারি কলেজের সাবেক এসআরএম (গার্ল ইন রোভার) খন্দকার ফারাজানাসহ অনেকে তাদের অভ্যর্থনা জানান।
বারহাট্টা সরকারি কলেজের রোভার স্কাউট লিডার সিফাত উল্লাহ জানান, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে। সবাই নারী নির্যাতন প্রতিরোধ করতে এগিয়ে আসেন।
এ প্রসঙ্গে নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক রোভার স্কাউট লিডার শাহিনুল হক জানান, আমাদের এই পদযাত্রা শুরু হয়েছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্যক্ত করা, ইভটিজিং, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এ পদযাত্রা চলতে থাকলে এর অনেকটাই কমে আসবে। আমরা এসব সমস্যা সমাধানে সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
এসআইএইচ