সপ্তাহের ব্যবধানে একই স্থানে একই ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহে ৬ দিনের ব্যবধানে চট্টগ্রামগামী একই ট্রেনের এক বগির চার চাকা একই লাইনে আবারও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে প্রায় ৩ ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮ টার দিকে শম্ভুগঞ্জ এলাকার কিলোমিটার পিলার ৩৪৭-এর কাছে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া নাছিনারাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কিলোমিটার পিলার ৩৪৭-এর কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে প্রায় ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসএন
