'পেশা দারিত্বের সঙ্গে কাজ করছে পুলিশ বাহিনী'
পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন জঙ্গীবাদ সন্ত্রাস দমনে পুলিশ জিরো টলারেন্স, সকল ক্ষেত্রে পেশা দারিত্বের সাথে কাজ করছে পুলিশ বাহিনী।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আমরা একসময় দেখেছি দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলে একটি সন্ত্রাসের জনপদ ছিল।হলি আর্টিজানের মতো ঘটনা ঘটেছে তবে এখন আপনারা দেখেন জঙ্গীদের কি অবস্থা।
আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশসহ অন্যান্য প্রশাসন,সাংবাদিক সবাই একই প্লাটফর্মে কাজ করে সন্ত্রাস এবং জঙ্গীবাদকে নিয়ন্ত্রণে এনেছি।আমরা যেকোন ধরণের আক্রমণ প্রতিরোধ করার মতো প্রস্তুতি সবসময় নিয়ে থাকি।
আইনশৃংখলা সম্বনিত রাখতে যেভাবে দায়িত্ব পালন করা দরকার এবং যেভাবে আইন প্রয়োগ করা দরকার আমরা ঠিক ততটুকুই প্রয়োগ করছি তার একটু বেশিও আমরা প্রয়োগ করিনি।
আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি,আমরা আমাদের পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করছি। যারা আইনশৃংখলা ভঙ্গ করে আমরা বাংলাদেশে প্রচলিত আইনানুযায়ী প্রতিহত করে থাকি।
জেলা ক্রীড়াসংস্থা ও জেলা পুলিশের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ,মসিক মেয়র ইকরামুল হক টিটু,ডিআইজি দেবদাস ভট্রাচার্য,জেলা প্রশাসক,পুলিশ সুপার স্থানীয় জনপ্রতিনিধিসহ আরও অনেকে।
এএজেড