সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার সাড়ে ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ময়মনসিংহ জিআরপি থানার ওসি মহিউদ্দিন আহম্মেদ জানান, রবিবার (১১ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস নামে একটি মালবাহী ট্রেনের পিছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-ভৈরব-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে কেওয়াটখালী লোকশেডো থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় সাড়ে ৩ ঘন্টার মতো লাগে উদ্ধার কাজ শেষ হতে। এখন লাইন ক্লিয়ার এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছ।
এসআইএইচ
