জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কান্দারপাড়া গ্রামের হাউজ মেটের বাসিন্দা মজিবুর রহমান (৬০) ও তার তিন বছরের নাতি কাউসার আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, মজিবুর রহমান নাতি কাউসারকে সঙ্গে নিয়ে সেচ পাম্পে যান। এসময় মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাতি কাউসার। নাতিকে বাঁচাতে গিয়ে দাদাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী বলেন, দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিদ্যুৎচালিত সেচ পাম্পের তারে জড়িয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
এসজি
